আচরণবিধি ভঙ্গ ও সাংবাদিককে মারধরের বিষয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
গতকাল শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পক্ষে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আসেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর। এসময় বাঁশখালী পৌরসভা মেয়র অ্যাডভোকেট তোফায়েল বিন হোসেন, সংসদ সদস্যের আইনজীবী আ ন ম শাহাদাত আলম, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিনসহ ৫ জন প্রতিনিধি উপস্থিত থেকে সাংসদ মোস্তাফিজুর রহমানের পক্ষে শোকজের লিখিত জবাব দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে।
এর আগে গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাঁশখালীর সদস্য সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দিতে আসলে তার সাথে বেশ কয়েকজন অনুসারীও উঠে যান। মনোনয়নপত্র জমা শেষে তাকে সাংবাদিকরা আচরণবিধি ভঙ্গের ব্যাপারে প্রশ্ন করলে সাথে সাথে তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক রাকিব উদ্দিনকে মারধর ও ঘটনাস্থলে থাকা কয়েকজন সাংবাদিকদের ওপর চড়াও হন। এসময় তার অনুসারীরা চড়াও হয় সাংবাদিকদের ওপর। এসময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি–ধমকি দেন। এ ঘটনায় দুই সাংবাদিক আহত হন এবং টেলিভিশনের মাইক্রোফোন ও ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করা হলে সংসদ সদস্যকে তলব করে কমিটি।