সংগীতশিল্পী রবি চৌধুরী গুলশানের একটি ক্লাবের নির্বাচনের প্রার্থী হয়েছেন। ক্লাবটির পরিচালক পদের জন্য লড়ছেন তিনি। গুলশানের অল কমিউনিটি ক্লাবের এই নির্বাচন ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২০২১-২২ মেয়াদের এই নির্বাচনে মোট ১০টি পরিচালক পদের জন্য লড়বেন মোট ১৫ জন। খবর বাংলানিউজের।
নির্বাচনে রবি চৌধুরীর ব্যালট নং ১৩। এই নির্বাচনে ভোটার সংখ্যা মোট ১ হাজার ২০০ জন। এ প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, আমি ১৫ বছর ধরে এই ক্লাবের সদস্য, আগেরবারের মতো এবারও সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলেই বিশ্বাস। ২০১৩ সালেও একবার এই ক্লাব থেকে পরিচালক পদে নির্বাচন করে জয়লাভ করেছিলেন রবি চৌধুরী।
রবি চৌধুরী একজন বাংলাদেশি সংগীতশিল্পী, নব্বইয়ের দশকে চলচ্চিত্রের নেপথ্য সংগীতে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৯-এর ফেব্রুয়ারি পর্যন্ত তার ৬৪টি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার।












