আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আমাদের দেশ রচিত হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মিলিত সংগ্রাম এবং মিলিত রক্তের স্রোতের বিনিময়ে। সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্যই আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একযোগে লড়াই করেছি। এই সম্প্রীতির বন্ধন যেন ভবিষ্যতে আরও বেশি সুদৃঢ় হয়, সেই প্রত্যাশা করি। গতকাল শুক্রবার বিকালে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের গুমাইবিল বুদ্ধ মহাধাতু চৈত্যে কঠিন চীবর দান ও প্রব্রজ্যা প্রদান উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন শীলানন্দ মহাস্থবির ধুতাঙ্গ ভান্তে। লোকানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু। সদ্ধর্মদেশক ছিলেন শুদ্ধানন্দ মহাস্থবির। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ বড়ুয়া টাবু, সাধারণ সম্পাদক এডভোকেট জয় বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন উদযাপন পরিষদের সমন্বয়কারী পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।
ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়াবাসীর উদ্দেশে বলেন, আপনারা আমাকে নির্বাচিত করার পর থেকে আমার জন্য সকলের দরজা খোলা রেখেছি। নির্বাচন কাছে চলে আসছে। আমাকে আপনারা দোয়া করবেন। নির্বাচনে যখন আমি আপনাদের দরজায় আসব, তখন আপনাদের দরজাটা আমার জন্য খোলা রাখবেন।