আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেল ৫টায় চট্টগ্রাম মোমিন রোড সালমা ভবন ২য় তলাস্থ চট্টগ্রাম জেলা দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
সংগঠনের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর কর্তৃক চট্টগ্রাম –১৩ আনোয়ারা আসনের প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দক্ষিণ জেলা সভাপতি স ম হামেদ হোসাইনের নিকট মনোনয়ন ফরম হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব (চট্টগ্রাম বিভাগ) অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, স ম শহিদুল হক ফারুকী, মাস্টার নুরুল আজিম, মোহাম্মদ জামাল উদ্দিন, স ম শওকত আজিজ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম, মাওলানা আবুল হোসেন কালিয়াইশী, কাজী হারুনুর রশিদ, স ম নজরুল ইসলাম, মাওলানা ইদ্রিস আলকাদেরী, মাওলানা রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদ, মোহাম্মদ ফোরকান, হাসান ইমাম, ইশতাকুর আনোয়ার রাহিব, মোহাম্মদ বোরহান উদ্দিন ও রবিউল হোসেন প্রমুখ।
এসময় অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন– গণতন্ত্রের বিকাশমান ধারা অব্যাহত রাখতে নির্বাচন অন্যতম প্রধান অনুষঙ্গ। ক্ষমতার সিঁড়ি মাড়াতে নির্বাচনের কোন বিকল্প নেই। যেজন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আবশ্যকীয়তা কোনভাবেই উপেক্ষিত হবার নয়। আর এক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি সকল অংশীজনকেই মুক্তমনে এগিয়ে আসতে হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকট অতীতের পুনরাবৃত্তি ঘটলে দেশ ও জাতি লক্ষ্যভ্রষ্ট হবে বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন– নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।