নির্বাচনে ভোটদানের ন্যূনতম বয়স ১৬ বছর করছে যুক্তরাজ্য

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যজুড়ে সব নির্বাচনে ভোটদানের ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করতে চলেছে সরকার। আগামী সাধারণ নির্বাচনের সময় থেকেই তা করা হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ নির্বাচকমন্ডলীতে ১৯৬৯ সালের পর থেকেই এটিই হতে চলেছে সবচেয়ে বড় পরিবর্তন। ওই বছর ভোটারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল। এবার তা আরও কমছে। যুক্তরাজ্যের লেবার পার্টির গত বছরের নির্বাচনী ইস্তেহারে স্কটল্যান্ড এবং ওয়েলসের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোটারের বয়স ১৬ বছর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

স্কটল্যান্ড এবং ওয়েলসে ১৬ ও ১৭ বছর বয়সী ভোটাররা ভোটে অংশ নিতে পারে। তবে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনসহ ইংল্যান্ডের স্থানীয় নির্বাচন এবং উত্তর আয়ারল্যান্ডের নির্বাচনে ভোটদানের ন্যূনতম বয়স ১৮। এবার লেবার সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ভোটারের বয়স ১৬ করলে স্কটল্যান্ড এবং ওয়েলসের সঙ্গে যুক্তরাজ্যের বাদবাকি অংশ এক কাতারে আসবে। আর কেবল তাই নয়, গোটা যুক্তরাজ্যজুড়ে ১৬ ও ১৭ বছর বয়সী ভোটাররা স্থানীয়, আঞ্চলিক এবং সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবে। খবর বিডিনিউজের।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাসভবন ডাউনিং স্ট্রিট বলেছে, তরুণ জনগোষ্ঠীকে গণতন্ত্রে সামিল করাটা গুরুত্বপূর্ণ। তরুণ ভোটের কারণে লেবার পার্টি সুবিধা পাবে এমন যুক্তি প্রত্যাখ্যান করেছে ডাউনিং স্ট্রিট।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৭১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইরাকে বিপণি বিতানে আগুন নিহতের সংখ্যা বেড়ে ৬১