নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না : ইউএনও

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা সম্মেলন কক্ষে গত বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর আবু শাকের ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ইনচার্জ মোহাম্মদ সেলিম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়ার ডিজিএম মোহাম্মদ ফয়সল হোসেন। রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার প্রমুখ। সভায় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপদ নির্বাচনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান বলেন, নির্বাচন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো অপরাধে জড়িত চিহ্নিত ব্যক্তিকে গ্রেফতার করা হবে। অধিকাংশ বক্তা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশকে নিরাপদ রাখার গুরুত্বের ওপর জোর দেন।

পূর্ববর্তী নিবন্ধকথা-গানে-কবিতায় বোধনের ৩৯ বছর পূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী