চট্টগ্রাম–১০ আসনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এই গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে ১০ দলীয় সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রাম–১০ আসনের মানুষ এবার দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষেই ঐক্যবদ্ধ। জনগণের ভালোবাসা ও সাড়া দেখে স্পষ্ট বোঝা যায়্তআগামী নির্বাচনে দাঁড়িপাল্লাই ভূমিধস বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে রহমান নগর, মাইজপাড়া, ওয়াসা এলাকা, পলিটেকনিক এলাকা ও খুলশী কলোনিসহ শুলকবহর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পাটির চট্টগ্রাম মহানগরীর আহবায়ক এডভোকেট নিজাম উদ্দিন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় সেক্রেটারি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, ছাত্রশিবির চট্টগ্রাম পলিটেকনিকেল কলেজ সভাপতি আল আমিন শহিদুল্লাহ তালুকদার, ইমরান সিকদার, মোহাম্মদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












