নির্বাচনে জিতে ফের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:৫২ পূর্বাহ্ণ

নির্বাচনে ৫১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। রোববার দিনভর ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হওয়া ভোট গণনার ফলাফল প্রকাশ করা হয় মধ্যরাত পার হওয়ার পর সোমবার প্রথম প্রহরে। খবর বিডিনিউজের।

দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিলের (সিএনই) প্রধান এলভিস আমোরোসো জানান, গণনা করা ৮০ শতাংশ ভোটের মধ্যে ৫১ দশমিক ২০ শতাংশ পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরো আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী এদমুন্দো গনসালেস পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট। ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মাদুরো বলেছেন, শান্তি ও স্থিতিশীলতার জয় হয়েছে। তিনি নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা নয়শরও বেশি পর্যবেক্ষকের প্রশংসা করেছেন আর যারা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে তাদের নিন্দা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচীনের সঙ্গে সম্পর্ক পুনরায় চালুর অঙ্গীকার ইতালির প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধফিলিস্তিনিদের সাহায্য করতে ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক : এরদোয়ান