নির্বাচনে জিতেই মাঠের অনুশীলনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

প্রথমবারের মত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে জয়লাভ করেছেন সাকিব। আর ভোটে জয়ের পরদিনই বিশ্বসেরা এই অল রাউন্ডার নেমে পড়েছেন মাঠে। কারণ ক্রিকেট তার ধ্যান জ্ঞান। আর ক্রিকেটার হিসেবে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা। বর্তমান প্রজন্মের তরুণদের কাছে তিনি এমনিতেই ক্রিকেটার। মাগুরা১ আসনে সাকিব আল হাসানকেই মনোনয়ন দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বয়সে তরুণ ও রাজনীতির মাঠে নতুন সাকিব রাজনৈতিক বক্তব্যে তেমন পটু নন। তা জেনেই প্রধানমন্ত্রী সাকিবের নির্বাচনী এলাকায় স্বশরীরে গিয়ে তাকে জনসাধারণের কাছে আলাদাভাবে উপস্থাপন করেছেন। সাকিবকে শুভ কামনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ক্রিকেটার সাকিব খেলার মাঠে ছক্কা হাঁকাতে দারুণ দক্ষ। নির্বাচনে ছক্কা হাঁকালেই চলবে। মাগুরার মানুষ বিপুল ভোটে বিজয়ী করে সংসদ সদস্য নির্বাচিত করেছেন সাকিবকে।

নির্বাচিত জনপ্রতিনিধি সাকিব গতকাল সোমবার সকালেই চমকে দিলেন সবাইকে। নির্বাচনের পরদিনই সকালে মাগুরা থেকে ঢাকা এসে দুপুরে শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে নেমে পড়েন। অনুশীলনের মাঠে এসেই সবাইকে চমকে দিলেন তিনি। নির্বাচন উপলক্ষে রাতদিন হাড়ভাঙ্গা খাটুনি, এদিকওদিক ছুটাছুটি, জনসংযোগ, পথ সভায় ভাষণ দেয়া, বাড়ি বাড়ি যাওয়া, গভীর রাত অবধি নির্বাচনের কাজে ব্যস্ত থাকার পর কেউ সরাসরি মাগুরা থেকে ঢাকা এসে অনুশীলন করতে পারেন, তা সাকিবকে না দেখলে হয়ত কারোরই বিশ্বাস হতো না। গতকাল দুপুরে শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে রুদ্ধদ্বার অনুশীলন করেছেন তিনি। আর এই অনুশীলন পর্বটায় সঙ্গে ছিলেন তার গুরু, মেন্টর ও বিকেএসপির সাবেক শিক্ষক নাজমুল আবদিন ফাহিম। সাথে ছিলেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম, ট্রেনার তুষার কান্তি হাওলাদার ও চিকিৎসক মঞ্জুর হোসাইন। গতকাল প্রাথমিকভাবে ব্যাটিংটা প্র্যাকটিস করেছেন সাকিব। আজ মঙ্গলবার সকালেও অনুশীলন করবেন তিনি ।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের দশম আসর। সেই বিপিএলেরই প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাকিব। এবারের আসরে রংপুর রাইডার্সে খেলবেন তিনি। গত প্রায় তিন সপ্তাহ মাগুরায় নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন সাকিব। সেই তুমুল ব্যস্ততার ফাঁকেই মাগুরা স্টেডিয়ামে ফিটনেস নিয়ে কিছুটা কাজ করতে দেখা গেছে তাকে। নির্বাচন শেষে আর একদিন অপেক্ষা না করে ব্যাটবলে নিজেকে শাণিত করার লড়াই শুরু করলেন তিনি। গত বিশ্বকাপের শেষ দিকে ইনজুরির কারনে ছিটকে পড়ার পর থেকেই মাঠের বাইরে আছেন সাকিব। দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও পরে নিউজিল্যান্ডে সীমিত ওভারের সফরে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। বিপিএল দিয়েই তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বসুন্ধরায় রংপুর রাইডার্সের নিজস্ব অনুশীলন মাঠে আগামী শুক্রবার থেকে অনুশীলনের কথা রয়েছে তার।

পূর্ববর্তী নিবন্ধফ্রেন্ডস্‌ ক্লাব কারাতে একাডেমির কিউ গ্রেডিং টেস্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধডিসেম্বরের মাস সেরা ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের তাইজুল