নির্বাচনে জরিপের ভিত্তিতে যোগ্যরা মনোনয়ন পাবেন

আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী নৌকার বিরোধিতা করলে রাজনীতি চিরতরে শেষ সভায় বৃহত্তর চট্টগ্রামের ২৩ এমপি উপস্থিত ছিলেন

শুকলাল দাশ | সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৮:৪৪ পূর্বাহ্ণ

আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্যদের কড়া বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জরিপের ভিত্তিতে যোগ্যদের দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, বিভিন্ন তথ্যউপাত্ত ও সার্ভে রিপোর্টের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, আমি কারও চেহারা দেখে মনোনয়ন দেব না। দেখে শুনে যারা জনপ্রিয় ব্যক্তি তাদের নমিনেশন দেব। এখানে যারা আছেন সবাই মনোনয়ন নাও পেতে পারেন। যাকে নমিনেশন দেব তার জন্য কাজ করতে হবে। নমিনেশন পান না পান, নৌকার বিরোধিতা করা যাবে না। যারা নৌকার বিরোধিতা করবে তাদের রাজনীতি চিরতরে শেষ বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গতকাল রোববার সন্ধ্যায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সংসদীয় দলের নেতা শেখ হাসিনা এসব কথা বলেন। একাধিক সংসদ সদস্য আজাদীকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক ঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংসদ সদস্যদের মধ্যে সাতকানিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, মোতাহার ৫ম পৃষ্ঠার হোসেন, শামীম ওসমান, নূর উদ্দিন চৌধুরী নয়ন, কাজী কেরামত আলী, রুবিনা আক্তার মিরা, অ্যারোমা দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।

কাউকে জয়ী করার দায়িত্ব নিতে পারবেন না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ভোট অবাধ ও নিরপেক্ষ হবে। এই ভোটে সবাইকে জিতে আসতে হবে। কাউকে জিতিয়ে আনার দায়িত্ব আমি নিতে পারব না। ভোট বানচালের ষড়যন্ত্র করতে বিএনপি শেষ মুহূর্তে নির্বাচনে আসতে পারে বলে আওয়ামী লীগ সভাপতি মন্তব্য করেন বলে জানান একাধিক সংসদ সদস্য। পশ্চিমা বিশ্বের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। সেই কারণে নির্বাচন বানচাল করতে পারলে একটি অনির্বাচিত সরকার এনে তাদের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারবে।

সভায় চট্টগ্রামসহ বৃহত্তর চট্টগ্রামের ২৩ আসনের এমপি উপস্থিত ছিলেন বলে জানান চট্টগ্রাম৮ আসনের এমপি নোমান আল মাহমুদ। একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের এটি অষ্টম ও শেষ সভা। তাই এমপিদের কাছে এই সভা গুরুত্বপূর্ণ ছিল।

সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে জয়লাভ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, মনোনয়ন দেওয়া হবে বিভিন্ন জরিপের ভিত্তিতে। গ্রহণযোগ্য, জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। তবে সবাইকে প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বড় রাজনৈতিক দল হিসেবে দলের নেতাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। কিন্তু নির্বাচনে সবাই একাট্টা হয়ে দলের প্রার্থীকে জয়ী করে আনার জন্য কাজ করতে হবে। টানা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষের জন্য কাজ করা যায়। তার প্রমাণ গত ১৫ বছরে আমাদের উন্নয়ন। নির্বাচন সামনে রেখে অতীতের মতো বিএনপি আবার আগুন সন্ত্রাস শুরু করতে পারে। এজন্য সবাইকে রাজপথে সরব থাকতে হবে।

নোমান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সাড়ে ৩ কোটি সরকারি বিভিন্ন সুবিধাভোগী পরিবারের ৯ থেকে ১০ কোটি মানুষের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। যে সময় আছে সেটাকে কাজে লাগাতে এমপিদের নির্দেশ দিয়েছেন। এমপিদের দলের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে ওয়ার্ডে সরকারের উন্নয়নের বার্তা নিয়ে জনগণের কাছে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বারবার বলেছেন, জনগণের কাছে যেতে হবে, ভোটারের কাছে যেতে হবে। নির্বাচনে কে আসছে না আসছে সেটা বড় কথা নয়, যথাসময়ে সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে।

পূর্ববর্তী নিবন্ধটাইগারদের নতুন শুরুর লক্ষ্য
পরবর্তী নিবন্ধজানুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন