বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম–৯ সংসদীয় আসনের প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ বলেছেন– একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মানুষ মুখিয়ে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত – বিচ্ছিন্ন বেশ কিছু খুন, সন্ত্রাস ও মব ভায়োলেন্স এর ঘটনা উল্লেখ করে তিনি নির্বাচনপূর্ব প্রেক্ষাপটে কোনভাবেই এসব কাম্য নয় বলে মন্তব্য করেন। এছাড়া তিনি নির্বাচনের পূর্বে লুন্ঠিত এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানান। এবারকার নির্বাচনে জনগণ অতীতের পুনরাবৃত্তি দেখতে চায় না উল্লেখ করে তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে অধিকতর দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম –৯ সংসদীয় আসনের প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ গতকাল মোমিন রোডস্থ সালমা ভবন ২য় তলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত মন্তব্য করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বৃহত্তর সুন্নী জোট এর শীর্ষ নেতা ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার আবুল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় নেতা ছৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী। আহমদ রেজার উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ সভাপতি এস এম আবদুল করিম তারেক, সহ সভাপতি অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মাহমুদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা আনিসুর রহমান, মহসীন আরাফাত, হাবিবুর রহমান, মোহাম্মদ সোলায়মান, আবদুল করিম সেলিম, কাজী আহসানুল আলম, ওসমান গনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












