নির্বাচনে কাউকে ভালোবাসা না দিয়ে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে

পটিয়ায় প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে জেলা প্রশাসক

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৮:৫২ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশবিদেশে যখন গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই প্রেক্ষাপটে মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের জন্য স্পষ্ট ও কঠোর বার্তা দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা বা আন্তরিকতা দেখানোর সুযোগ নেই। কঠোরভাবে দায়িত্ব পালন করে ভোটগ্রহণ সম্পন্ন করতে হবে।

চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিং সভায় জেলা প্রশাসক বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মানুষের মধ্যে নিরাপত্তা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আর তা সম্ভব একমাত্র সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের মাধ্যমে। এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের যে সুযোগ এসেছে, সেটি কাজে লাগাতে হবে।

তিনি বলেন, সরকার যদি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ব্যর্থ হয়, তাহলে তা জাতির কাছে সারাজীবনের জন্য কলঙ্ক হয়ে থাকবে। তাই যোগ্যতা, দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়ে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোনো অনিয়মে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়া সরকারি কলেজ মিলনায়তনে পটিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলেক্ষে প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমদ খান, স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মাইনুদ্দিন হাসান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআমাদের আছে জুলাইয়ে জেগে ওঠা জনগণের সমর্থন : আরিফ
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে বিদেশি পিস্তলসহ সিএনজি চালক গ্রেপ্তার