নির্বাচনে কমনওয়েলথকে পর্যবেক্ষক পাঠাতে বললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা ব্লেয়ারের

আজাদী ডেস্ক | সোমবার , ৮ মে, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য কমনওয়েলথের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল লন্ডনে ক্লারিজেস হোটেলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া সৌজন্য সাক্ষাৎ করেন বলে বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে।

পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টি উত্থাপন করেছেন এবং আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য কমনওয়েলথ থেকে বিভিন্ন পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, জবাবে কমনওয়েলথ মহাসচিব বলেছেন, তারা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সাহায্য করতে চান। খবর বিডিনিউজের।

প্যাট্রিসিয়া বলেছেন, তারা সংস্থার কিছু সদস্য দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করেছেন। সেক্ষেত্রে সব রাজনৈতিক দলের রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন যে, তারা নির্বাচনে অংশ নেবে, নির্বাচনের ফলাফল মেনে নেবে এবং নির্বাচনে হারলে বা জিতলে সহিংসতায় যাবে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বলেছে যে, (অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে) তারা আমাদেরকে সাহায্য করতে চায় এবং আমরা তাদের স্বাগত জানিয়েছি। আমরাও চাই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। কমনওয়েলথ মহাসচিব অতীতের মতো বাংলাদেশের জেলা পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ মহাসচিবকে বলেছেন, ১৯৮১ সালে তিনি বাংলাদেশে ফিরে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন। তার সরকার প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করেছে। বিএনপি ও জাতীয় পার্টির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তার দল জনগণকে নিয়ে গঠিত হয়েছে, কিছু দল সেনানিবাস থেকে এসেছে।

মোমেন বলেন, বৈঠকে নির্বাচন ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু, মানসিক স্বাস্থ্য এবং ডিজিটাল কানেক্টিভিটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার আগ্রহ প্রকাশ করেছেন যে, বাংলাদেশ আগামী জুন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্ব দিতে চায়।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা ব্লেয়ারের : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্লেয়ার।

পরে ব্রিফিংয়ে মোমেন বলেন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের আরও উন্নয়ন প্রয়াসে সহায়তা করতে চেয়েছেন। শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, যাতে বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারে। টনি ব্লেয়ার বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে জিসিসির (গাল্ফ কোঅপারেশন কাউন্সিল) সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি বাংলাদেশকে ব্যবসায়িক সংযোগ বাড়াতে সাহায্য করতে পারেন।

ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের প্রধান টনি ব্লেয়ার বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনীতি খুবই আকর্ষণীয় এবং বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো করছে।

সরকার অবাধ ও সুষ্ঠুভাবে আগামী নির্বাচন করতে চায় : বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারও বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন যুক্তরাজ্যের মতো অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় এবং এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অবস্থানস্থল ক্লারিজ হোটেলের দ্বিপাক্ষিক সভা কক্ষে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং তার পত্নী সুজানা স্পার্কসের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। আমার দল সব সময় দেশে গণতন্ত্র বজায় রেখেছে। আমরা দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছি। বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি বলেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের বিষয়ে কথা বলেন। জবাবে শেখ হাসিনা বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সবার অংশগ্রহণ প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন করতে আমি সবার সহযোগিতা চাই।

মোমেন বলেন, বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও জলবায়ুু, ব্যবসাবাণিজ্যের মতো বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয় আলোচনায় এসেছে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীসহ সাবেক পুলিশ কর্মকর্তা শাহাদাতের বিরুদ্ধে দুই মামলা
পরবর্তী নিবন্ধ৭ মে শেখ হাসিনা না ফিরলে দেশে গণতন্ত্রও ফিরত না : তথ্যমন্ত্রী