নির্বাচনের ২ মাস পরেও প্রতিপক্ষের সমর্থকদের ওপর হামলার অভিযোগ

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার নির্বাচনের ২ মাস পরও প্রতিপক্ষ প্রার্থী সমর্থিত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ( ১১ জানুয়ারি) রাতে হামলায় ৫ নেতাকর্মী গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টা নাগাদ করেরহাট বাজারে একপক্ষের হামলায় অপরপক্ষের আওয়ামী লীগ ও যুবলীগের অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নুর আলম কালা (৪৬) ও যুবলীগ নেতা মনজুরুল আলমকে ( ৩৪) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত নুর আলমের ছেলে নাহিদ আলম জানান, আমার বাবাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর বুধবার বিকেলে ফেনী মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে। দা ও কিরিচের আঘাত লাগা পায়ের হাড় জোড়া নিবে কিনা এখনো বুঝতে পারছে না কেউ। হামলায় আহত নেতাকর্মীদের বিষয়ে উক্ত ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুল হোসাইন জানান, কিছু উচ্ছৃখল যুবক আমার সমর্থনকারী নেতাকর্মীদের উপর হামলা চালায়।
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বলেন ‘করেরহাটে হামলার বিষয়টি জেনেছি। ইতিমধ্যে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথভাবে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ তবে রাত ১০টা নাগাদ এ ব্যাপারে থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা ও রাঙামাটি লাল জোনে, সবুজ জোনে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধরাউজানের শীর্ষ সন্ত্রাসী আজিজ নগরীতে গ্রেপ্তার