নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সকল পদক্ষেপ নেয়া হয়েছে

রাঙামাটিতে আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মিজানুর রহমান

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ৭:৩২ অপরাহ্ণ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, “নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

আজ বুধবার (২৪ নভেম্বর) বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাজস্থলী সাব জোন কমান্ডর মেজর মোহাম্মদ হাসান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ, ওসি মফজল আহম্মদ খান, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া।

এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ ও আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীগন সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আদোমং মারমা, ঞোমং মারমা, রশিদ আকন, ছালমা আক্তার, জয়নুল আবেদীন, নুরুল আলম, শিমুল দাস, আবু মুছা।

আইনশৃঙ্খলা সভা শেষে উপজেলায় তিনটি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৮
পরবর্তী নিবন্ধসেরা করদাতার সম্মাননা পেলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক