নির্বাচনের রেল যাত্রা শুরু করেছে, পৌঁছাতে বেশি সময় লাগবে না

হাটহাজারীতে ধর্ম উপদেষ্টা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৩ নভেম্বর, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

উপমহাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আলজামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলের সমাপনী দিনে গতকাল কয়েক হাজার তরুণ আলেমকে সম্মানসূচক পাগড়ি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এসময় তিনি বলেন, নির্বাচনের রেলগাড়ি যাত্রা শুরু করেছে, গন্তব্যে পৌঁছাতে বেশি দেরি লাগবে না। মনে রাখবেন আল্লাহ না করুক এ সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে দেশের উপর কালো আঁধার নেমে আসবে। তিনি বলেন, এই দেশ যিনি চালান বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তিনিও হাটহাজারীর মানুষ। আপনাদের দাবিদাওয়া পূরণ হতে বেশি সময় লাগবে না।

তিনি বলেন, আপনারা আমাকে পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ আমার কাজে লাগবে। আপনাদের দোয়া চাই যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। আমি আপনাদের সন্তান, সবসময় পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

গতকাল শুক্রবার রাতে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দস্তারবন্দী সম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী আল কুরাইশী। সম্মেলনে নসিহত পেশ করেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা শেখ আহমদ, আল্লামা মুফতি আহমাদুল্লাহ, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মুফতি কিফায়াতুল্লাহ, আল্লামা মুফতি জসিমুদ্দীন, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা হাবীবুর রহমান কাসেমী, মাওলানা লোকমান হাকিম, মাওলানা ওসমান ফয়জী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা সা’দাত হোসাইন, মাওলানা মুফতি নুরুল্লাহ, মাওলানা কিফায়াতুল্লাহ আজহারী ও আল্লামা আহমাদুল্লাহ।

মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন প্রমুখ।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। কমিশনের সদস্যও আমরা নির্বাচন করেছি। এরপর ভোটার লিস্ট করা হবে। যারা মারা গেছে তারা বাদ যাবে। তারপর আরো কিছু প্রয়োজনীয় সংস্কার করে আমরা ভোট করবো। বহু বছর পর মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। তার আগে আমরা যতদিন আছি জাতির খেদমত করে যাব। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন।

তিনি গতকাল শুক্রবার সকালে চন্দনাইশের মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসার ৪৬তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদরাসার প্রধান পরিচালক হাফেজ মুহাম্মদ তাহের আজিজির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, মাওলানা নুরুল্লাহ, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা আনোয়ার আজহারী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আবদুর রহিম, মাওলানা শামসুল হুদা প্রমুখ।

আ ফ ম খালিদ হোসেন বলেন, এই সরকারের তিন মাসের মধ্যেই রিজার্ভ বেড়েছে। যত ধরনের বৈদেশিক দেনা ছিল রিজার্ভ না ধরেই আমরা পরিশোধ করেছি। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদের রাস্তা ক্লিয়ার করে দিয়ে যাব। কোনো কারণে এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে পুরো বাঙালি জাতি অন্ধকারে নিমজ্জিত হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা যে হারে বেতন পান একজন ইমাম সে হারে বেতন পান না। মসজিদের ফান্ডে লাখ লাখ টাকা থাকলেও ইমামদের বেতন দিতে চায় না মসজিদ কমিটি। আমরা ডিসিদেরকে নির্দেশনা দেব যেসব মসজিদের আর্থিক অবস্থা ভালো তারা যেন প্রথম শ্রেণির কর্মকর্তার সম পর্যায়ে ইমামদের বেতন দেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রী পরিষদে সুপারিশ করার কথা বলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন একইদিন মুরাদাবাদ বায়তুল ইমান জামে মসজিদ সংলগ্ন মারকাযুল কোরআন তালীমুদ্দীন নুরানী মাদরাসার উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধজামায়াত কখনও ভারতবিরোধী ছিল না : শফিকুর রহমান
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আকাশ গ্রেপ্তার