নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন

পূর্ব ষোলশহরে ঈদ পুনর্মিলনীতে আবু সুফিয়ান

| রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৯:২৫ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ ১৫ বছর একটি ফ্যাসিস্ট সরকার মানুষের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল। যাদের অন্যায়, অবিচার ও দুঃশাসনে মানুষ জর্জরিত ছিল। আজ বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত ও স্বৈরাচারমুক্ত। দীর্ঘ ১৫ বছর পর তারা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে। যা দেশের সর্বস্তরের মানুষের জন্য অত্যন্ত আনন্দের, শান্তির ও স্বস্তির। এমন একটি স্বস্তিকর ও আনন্দদায়ক দিনের জন্য আমরা লড়াই করেছি। দেশের মানুষ অপেক্ষায় ছিল। ফ্যাসিস্ট ও জুলুমবাজ সরকার বিদায় নিয়েছে, এখন জনগণের প্রত্যাশা সঠিক সময়ে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।

গত ৪ এপ্রিল ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বারাইপাড়া, হাজীর পুল, ওমর আলী মাতব্বর মহল্লা, বাদশা চেয়ারম্যান ঘাটা, ইয়াছিন হাজীর বাড়ি, বহদ্দার বাড়ি এলাকায় গণসংযোগ করেন এবং সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ইলিয়াছ শেকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাজিম উদ্দিন আহমেদ, মো. বকতেয়ার, আব্দুল আজিজ, সদস্য নুরুল আলম, মঞ্জুর আলম মঞ্জু, গিয়াস উদ্দিন ভুঁইয়া, মুহাম্মদ হাসান লিটন, আইয়ুব, আকতার হোসেন, শাহিনুর শাহীন, . হামিদ, গোলজার হোসেন, দাউদ সোবাহানী, সিরাজুল ইসলাম। বক্তব্য দেন, আবু বক্কর রাজু, নুরনবী, সাইদুল ইসলাম, মনছুর আলম, ইসকান্দর হোসেন, জামাল উদ্দিন, মো. আলম, মো. সেলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বসতঘরে ডাকাতি, নারীসহ আহত ৮
পরবর্তী নিবন্ধসিআরবি এলাকায় বিশেষ পরিচ্ছন্ন অভিযান