বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জাস্টিস কায়েমের রোল মডেল হলেন মুহাম্মাদ (স.), কুরআন এবং সুন্নাহর আইন ছাড়া মানুষের বানানো রুল তথা আইন দিয়ে জাস্টিস কায়েম সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দক্ষতা, সততা ও নেতৃত্বের যোগ্যতা। যদি একজন শাসকের সৎ গুণগুলোর অনুপস্থিতি থাকে তবে দুর্নীতি কখনো থামবে না।
মিলন মেলা প্রমাণ করে, অদূর ভবিষ্যতে আল্লাহর সাহায্যে সুমহান বিজয় অর্জন হবে। নির্বাচনের মাধ্যমে আবারো বিজয় ছিনিয়ে আনতে হবে। গতকাল শনিবার নগরীর কিশলয় কমিউনিটি সেন্টারে মহেশখালী ফোরামের আয়োজনে মহেশখালীবাসীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, আমরা প্রায় দেড়যুগ সুশাসন থেকে বঞ্চিত ছিলাম, বর্তমানে ফ্যাসিবাদ নির্মুল হলেও তবে ফ্যাসিজম নির্মুল হয়নি। বিশেষ অতিথির বক্তব্যে মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, ৫৩ বছরে বাংলার মানুষ অনেক দলের শাসন দেখেছে। জাতি এখন তাদের দেখতে চায় না। জাতি জামায়াতে ইসলামীকে ক্ষামতায় দেখেতে চায়।
প্রফেসর ড.কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও ফোরামের সদস্য সচিব মোহাম্মদ ইমরানুল হকের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. এ কে ফজলুল হক, মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রফেসর সাইফুল্লাহ, ড. মুহিবুল্লাহ ছিদ্দিকী, মাওলানা ফোরকান উল্লাহ, অ্যাড.করিব আহমদ, শ্রমিক শামশুল ইসলাম বাহাদুর, জাকের হোসাইন, প্রফেসর রশিদ জাহেদ, ভাইস প্রিন্সিপাল আমিনুল ইসলাম, আবু সাঈদ নুরী, ব্যাংকার জাহাঙ্গীর আলম, প্রফেসর জালাল উদ্দিন, অ্যাড.আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।