নির্বাচনের খবরে দেশি-বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে : খসরু

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের খবরে দেশ ও দেশের বাইরের উদ্যোক্তারা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সবাই নির্বাচনের অপেক্ষায় ছিল মন্তব্য করে তিনি বলেছেন, বাংলাদেশ এখন দেশের ও বিদেশের সব বিনিয়োগকারীদের নিয়ে আগামী দিনের বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা জেগেছে, তা পূরণ করার জন্য প্রস্তুত। ইতোমধ্যে নির্বাচনের খবর দেশেবিদেশে সব জায়গায় চলে গেছে। যার ফল আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে বিশাল একটা ডেলিগেশন জাপান থেকে আসছে বাংলাদেশে বিনিয়োগ করার উদ্দেশ্যে।

গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত ‘বিদেশি বিনিয়োগকারী সামিটে’ একথা বলেন খসরু। সামিটে দুই শতাধিক জাপানি বিনিয়োগকারী অংশ নেন। তারা জাপান, হংকংয়ের পাশাপাশি বাংলাদেশেও বিনিয়োগ করেছেন। যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী প্রতিষ্ঠানও রয়েছে সেখানে। খবর বিডিনিউজের।

বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর করে তুলবে বলে মন্তব্য করেন আমীর খসরু। তার কথায়, আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানো থেকে, ঋণ নেওয়া থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। বিনিয়োগ হচ্ছে একমাত্র আন্সার (সমাধান)। বিনিয়োগের বাইরে গিয়ে অন্য কোনো উপায়ে সাসটেইনেবল, টেকসই করা যাবে না। আমরা সকলে মিলে এই কাজটা করতে যাচ্ছি। সেই প্রস্তুতি নিচ্ছি আগামী দিনের বাংলাদেশের জন্য। দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং ক্যাপিটাল মার্কেটকে আমাদের ঊর্ধ্ব পর্যায়ে নিয়ে যেতে হবে। ক্যাপিটাল মার্কেট ব্যতীত আসলে ‘লংটার্ম ফাইন্যান্সিং’ সম্ভব না।

বিএনপির সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী আমী খসরু বলেন, আমার বিশ্বাস, আমরা করপোরেট বন্ড, গ্রিন বন্ড এবং ক্যাপিটাল মার্কেটে প্রয়োজনীয় সব ধরনের পোর্টফোলিও বা প্রোডাক্টের জন্য প্রস্তুত। কারণ যেমন আমি বলেছি বর্তমানে উচ্চ সরকারি ঋণ গ্রহণ এবং ক্যাপিটাল মার্কেট থেকে অর্থায়নের মধ্যে ব্যবধান অনেক বেশি। অথচ যা হওয়ার কথা ছিল, সেটিই আপনাদের মাধ্যমে সম্ভব হবে। বাংলাদেশ এগোচ্ছে, আমরা একটি বড় প্রবৃদ্ধির জন্য প্রস্তুত।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার জন্মদিন পালনে বিএনপির দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা