নির্বাচনের আগে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে

চট্টগ্রামস্থ বান্দরবানবাসীর মিলনমেলায় মুহাম্মদ শাহজাহান

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

নির্বাচনের আগে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। গত ১৮ আগস্ট ২ নম্বর গেটের একটি কনভেনশন হলে চট্টগ্রামস্থ বান্দরবানবাসীর উদ্যোগে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুলকলেজ কার্যক্রম সম্পাদক তাওহীদুল ইসলাম আজাদের সভাপতিত্বে এবং সাবেক বান্দরবান জেলা সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা জামায়াতের আমির এস এম আব্দুস সালাম আযাদ ও চবি আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, এডভোকেট আবুল কালাম এখন বান্দরবানের সর্বস্তরের মানুষের মনোনীত প্রার্থী হিসেবে পরিণত হয়েছেন। আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ থেকে মুক্তির এক বছর পূর্তি হয়েছে। জুলাই বিপ্লবের পর জনআকাঙ্ক্ষা প্রতিফলন হয়নি। ড. ইউনুস শুরু থেকে সুন্দর দেশ গড়ার চেষ্টা করছেন। ইতোমধ্যে তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন।

তিনি বলেন, যখনই নির্বাচন অনুষ্ঠিত হোক না কেন, জামায়াতে ইসলামী সবসময় প্রস্তুত। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারিতে যে নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়েছে, তার আগে জুলাই সনদকে আইনি কাঠামোয় আনতে হবে। দেশের নাগরিকদের চাহিদা পূরণ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আগে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। হাসিনার বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না।অ্যাডভোকেট আবুল কালাম বলেন, বান্দরবানে জামায়াত অতীতেও নির্বাচন করেছে। প্রতিটি গ্রাম ও গঞ্জে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছাতে হবে। বান্দরবানকে সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত ও শান্তিপ্রিয় জেলা হিসেবে গড়ে তুলতে হবে। জেলা পরিষদের দায়িত্ব পালনকালে আমি কখনো বৈষম্য করিনি।

চবি অধ্যাপক ড. ইউনুস বলেন, আমরা বান্দরবানে র‌্যাডিক্যাল পরিবর্তন চাই। আবুল কালাম নির্বাচিত হলে সৎ নেতৃত্বের মাধ্যমে বান্দরবানকে বিশ্বের দরবারে উপস্থাপন করা সম্ভব হবে। বক্তব্য রাখেন মাওলানা রফিক বশরী, ওমর ফারুক সিরাজী, মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আবু নাসের, মো. সেলিম, আইয়ুব আলী আনসারী, খুররম আহমেদ, মোস্তাক আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট ইব্রাহিম মোজাহিদ, মাইন উদ্দিন, জীবন চাক, তাওহীদুল ইসলাম তকি, ইউনুস মিয়া, আসিফ ইকবাল, মো. ইউসুফ, নুরুল আজিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ নুরুল বখতেয়ার শাহ’র (র.) বার্ষিক ওরস আজ
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার দেশপ্রেম মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে