নির্বাচনের আগে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল

| সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

ইসরায়েলে সাধারণ নির্বাচনের তিনদিন আগে প্রধানমন্ত্রীর জেরুজালেমের বাসভবনের বাইরে এক বিক্ষোভে হাজারো মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। রাজনৈতিক টানাপোড়েনে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে মাত্র দুই বছরের মধ্যে চারবার পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে। খবর বিডিনিউজের।
শনিবার জেরুজালেমে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভকারীরার রাস্তায় যানবাহন চলাচল আটকে দিয়ে, পতাকা নাড়িয়ে, ড্রাম বাজিয়ে, শিঙায় ফুঁ ও স্লোগান দিয়ে ৭১ বছর বয়সী রক্ষণশীল প্রধানমন্ত্রীকে সরে যাওয়ার আহ্বান জানান। গত কয়েক বছর ধরে নেতানিয়াহুবিরোধী যত বিক্ষোভ হয়েছে তার মধ্যে শনিবারেরটাতেই তুলনামূলক বেশি লোক ছিল। এদিনের বিক্ষোভে প্রায় ২০ হাজার মানুষ অংশ নিয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার হতে যাওয়া নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিই সবচেয়ে বেশি আসন পাওয়া দল হিসেবে আবির্ভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এবারের নির্বাচনেও আগের তিনবারের মতোই কোনো দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে জনমত জরিপগুলোতে ইঙ্গিত মিলেছে। ফের প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে থাকা নেতানিয়াহু এমনিতেই বেশ চাপে আছেন। দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি হওয়া এ প্রধানমন্ত্রী ইসরায়েলে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কার্যকর ভূমিকা নিতে পারেননি বলেও ভাষ্য সমালোচকদের। তবে দেশজুড়ে দ্রুত কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু, লকডাউনের পর অর্থনীতি সচল এবং বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়াকে পুঁজি করে এবারের নির্বাচনেও লিকুদ পার্চি ভালো করবে বলে আশা নেতানিয়াহুর।

পূর্ববর্তী নিবন্ধআমিরাতে সবার জন্য টিকা উন্মুক্ত
পরবর্তী নিবন্ধনুরুল আমিন