দ্বাদশ সংসদ নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হলে ‘হাতে সময় কম’ জানিয়ে ভোটের প্রস্তুতি জোরদার করে নির্বাচনী পরিবেশ বজায় রাখার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে বিএনপি–জামায়াতের চোরাগোপ্তা হামলা মোবাবিলায় আরও তৎপর হতে নেতা–কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথ সভায় কাদের রাজনৈতিক অঙ্গনে প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে বলেন, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে আলাপ আলোচনার ভূমিকা আমাদের কার্যক্রমকে জোরদার করতে সহায়ক হবে। নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হলে আমাদের হাতে সময় একেবারেই কম। নির্বাচনের আগে আমাদের দুইটা কাজ। এর মধ্যে একটা হলো নির্বাচনের প্রস্তুতি। আরেকটা কাজ হলো বিএনপির নেতৃত্বে বিরোধী দলের আন্দোলনের নামে চোরাগুপ্তা হামলা মোকাবিলা করা এবং নির্বাচনের পরিবেশ বজায় রাখা। এছাড়া নূর হোসেনকে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, গণতন্ত্র কোথাও পারফেক্ট নয়, আমরা অনেকটা ত্রুটিমুক্ত করেছি। খবর বিডিনিউজের।
ওবায়দুল কাদের বলেন, তার দল প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাচ্ছে। ঢাকাসহ সারা বাংলাদেশে সরকারি দল সাধারণত স্ট্যান্ড শো করতে পারে না। সাংগঠনিক কার্যক্রম কিছুটা কম হয়। এবার কিন্তু দেখতে পাচ্ছি ভিন্ন চিত্র। সারা দেশের নেতাকর্মীরা মাঠে আছে। এক ভিন্ন প্রতিকূল স্রোতের সাথে লড়াই করে যাচ্ছে, স্রোতের বিপরীতে।
সামনে কঠিন পথ অতিক্রম করার জন্য নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, আপনাদের আরও সতর্ক থাকতে হবে, যেসব জায়গায় তারা হামলা চালায়, সেসব জায়গায় আমাদের নেতাকর্মীদের উপস্থিতি জোরদার করতে হবে। প্রস্তুতি নিয়ে, জায়গা চিহ্নিত করে অবস্থান নিয়ে সতর্ক পাহারায় থাকতে হবে।
পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে বিএনপির উস্কানি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইন্ধন তো আছেই। এখানে পরিষ্কারভাবে বিএনপি এবং তার দোসরদের কালো হাত বিস্তারিত হয়ে আছে। তারাই উস্কানি দিচ্ছে, তারাই গুজব সৃষ্টি করছে। উস্কানি আর গুজব সৃষ্টি করে তারা নিরীহ শ্রমিকদের বিভ্রান্ত করছে। তবে আমরা মনে করি, আমাদের শ্রমিকরা বর্তমান বাস্তবতার বিষয়গুলো উপলব্ধি করে সমাধানে এগিয়ে আসবেন।
গণতন্ত্র কোথাও পারফেক্ট নয়, আমরা অনেকটা ত্রুটিমুক্ত করেছি : দেশে গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, পৃথিবীতে গণতন্ত্র নিয়ে যে যত কথাই বলুক, গণতন্ত্র কোথাও পারফেক্ট নয়। গণতন্ত্রের ত্রুটি আছে। বিশ্বের গণতান্ত্রিক বড় বড় শক্তিগুলো, যারা নিজেদেরকে গণতন্ত্র, মানবাধিকারের প্রবক্তা ভাবেন, তাদের গণতন্ত্রেও অনেক ত্রুটি লক্ষ্য করা যায়। আমাদের দেশে গণতন্ত্রকে আমরা অনেকটা ত্রুটিমুক্ত করেছি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, নূর হোসেনের রক্ত গণতন্ত্রকে শৃক্সখলমুক্ত করার লড়াইয়ে এক নতুন দিগন্ত। এটা ছিল অনেকটা টার্নিং পয়েন্টের মতো।