জাতীয় নির্বাচনের আগে চট্টগ্রামে বিদ্যুতের সকল সাবস্টেশনের সংস্কার কাজ গতকাল শেষ করেছে পিডিবি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্দেশে গতকাল শনিবার একদিনে সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রামে পিডিবির আওতাধীন সকল সাবস্টেশনের এলাকাসমূহের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্কার কাজ করা হয়। এই কারণে পুরো নগরীতে গতকাল এলাকাভিত্তিক সকাল ৮টা থেকে কোথাও ৩ ঘণ্টা, কোথাও ৪ ঘণ্টা–সাড়ে ৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
গতকাল সকাল থেকে নগরীর প্রায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এবং বিদ্যুতের ঘন ঘন আসা–যাওয়ার বিষয়টি বিভিন্ন এলাকার লোকজন ফোন করে বিষয়টি আজাদীকে জানিয়েছেন। বিশেষ করে আগ্রাবাদ, বড়পোল, হালিশহর, মাদারবাড়ি, এনায়েত বাজার, লাভলেইন, মোমিন রোড, জামালখান, আন্দরকিল্লা, চকবাজার, খুলশীসহ অনেক এলাকার লোকজন ফোনে বিদ্যুতের ভোগান্তির কথা জানান।
হালিশহর বড়পোল এলাকার বাসিন্দা জসীম উদ্দিন বলেন, আজকে (শনিবার) সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। একই অভিযোগ করেছেন বড়পোল এলাকার বাসিন্দা শিক্ষক কামাল উদ্দিন। তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। কিছু কিছু এলাকায় দুপুরের পর থেকে বারবার বিদ্যুৎ আসা–যাওয়া করেছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসা–বাড়ির দৈনন্দিন কাজে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে এলাকার বাসিন্দাদের।
এদিকে লাভলেইন এলাকার বাসিন্দা মো. সেলিম জানান, সকাল থেকে বিদ্যুতের ভোগান্তি বেড়েছে। বারবার বিদ্যুতের আসা–যাওয়ার কারণে মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ব) মো. কামাল উদ্দিন আহমেদ আজাদীকে বলেন, জাতীয় নির্বাচনের আগে আমাদের সমস্ত সাবস্টেশনের মেরামতের কাজ সম্পন্ন করার জন্য ঢাকা থেকে নির্দেশনা ছিল। শনিবারের মধ্যে চট্টগ্রামের সকল সাবস্টেশনের সকল ধরনের সংস্কার কাজ শেষ করা হয়েছে। নির্বাচনের আগে আর কোনো সংস্কার কাজ করা হবে না। চট্টগ্রামের আমাদের প্রায় ৮০টির মতো সাবস্টেশন আছে। সবগুলোর সংস্কার কাজ সম্পন্ন করেছি। এই কারণে এলাকাভিত্তিক একেকটি সাবস্টেশন এলাকায় একেক সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।












