নির্বাচনের আগে আহতদের সুচিকিৎসায় আলাদা কমিশন গঠনের দাবি

চট্টগ্রামে মতবিনিময় সভা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসায় এবং আর্থিক সহায়তার জন্য আলাদা কমিশন গঠন করার দাবি জানিয়েছেন আহতদের পরিবারের সদস্যরা। পাশাপাশি যারা আন্দোলনে আহত হয়েছেন নির্বাচনের আগে তাদের চিকিৎসা নিশ্চিতের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়করা। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার দাবিও জানানো হয়। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামে গুলিবিদ্ধ ও গুরুতর আহত ১০ জন এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের চোখে আগামীর বাংলাদেশ, পুনর্বাসন ও রাষ্ট্রভাবনা’ শিরোনামে এ মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। এসময় নিহতদের প্রত্যেকের পরিবার থেকে চাকরি দেওয়ার দাবিও জানানো হয়েছে।

এতে অংশ নেন আন্দোলনে আহত জুনাইদুল ইসলাম। আন্দোলন করতে গিয়ে নগরীর নিউমার্কেট এলাকায় আহত হয়েছিলেন জুনাইদুল ইসলাম। তিনি বলেন, মৃত্যুকে আর আমরা ভয় করি না। এখন পিছু হঠার সময় নয়। বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের দোসররা এখনও আছে। তাদের যদি না সরানো যায় তাহলে আমাদের রক্ত বৃথা যাবে। আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি তা এখনও অর্জন হয়নি। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইছে। অথচ আহতদের চিকিৎসার খবর কেউ নিচ্ছেন না। যারা রক্ত দিল তাদের খোঁজ না নিয়ে তারা নির্বাচন চাইছে। তিনি আরও বলেন, আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের নিয়ে আলাদা একটি কমিশন গঠন করা হোক। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, যারা নির্বাচন চান তারা রক্ত দেখেননি। আমরা দেখেছি। আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন, তাদের চিকিৎসা আগে নিশ্চিত করতে হবে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, জুবায়ের আল মানিক ও রিজাউর রহমান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদুই পর্বেই বিশ্ব ইজতেমা জুবায়েরপন্থিরা আগে
পরবর্তী নিবন্ধপাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা দেওয়ার কথা বললেন ব্রিটিশ মন্ত্রী