চসিক নির্বাচনে ভোট গ্রহণের সকল নির্বাচনী সামগ্রী আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। গতকাল চট্টগ্রাম স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামে কেন্দ্র অনুযায়ী সকল নির্বাচনী সামগ্রী প্রস্তুত করা হয়েছে। এবার ব্যালট নেই। এবার চসিক নির্বাচনে ৭৩৫টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। গতকাল কেন্দ্রে কেন্দ্রে মক ভোটিং হয়েছে।
আজ ১৬ হাজার ভোট গ্রহণ কর্মকর্তা তাদের নিজ নিজ কেন্দ্রে ইভিএমসহ সকল নির্বাচনী সামগ্রী আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নিয়ে যাবেন।