নির্বাচন কমিশনের আপিলে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা কাটিয়ে নির্বাচনী মাঠে ফিরেছেন চট্টগ্রাম–৯ কোতোয়ালী–বাকলিয়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক। গতকাল রোববার শেষ দিনের আপিল শুনানিতে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় থাকা ২৩ প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল, একজনের রায় স্থগিত ও ২০ জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ করে দেয় নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম–৯ আসনে জামায়াতের প্রার্থী বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম–৯ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তৌহিদ আজাদ। গতকাল রাতে তিনি আজাদীকে বলেন, আজকে (গতকাল) ইসির শুনানিতে আমাদের চট্টগ্রাম–৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেয়েছেন।
এর আগে গত ৪ জানুয়ারি সকালে মনোনয়নপত্র বাছাইকালে দ্বৈত নাগরিকত্বের কারণে উক্ত আসনে জামায়াতের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন তিনি। গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল শুনানিতেও দ্বৈত নাগরিকত্বের বিষয়ে ডা. এ কে এম ফজলুল হকের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গতকাল নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন প্রার্থীদের জন্য নমনীয় হয় নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যারা টাকা জমা দিয়ে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার আবেদন করেছেন তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে সংস্থাটি। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় থাকা ২৩ প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল, একজনের রায় স্থগিত ও ২০ জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ করে দেয় কমিশন।












