বাঁশখালী উপজেলার দায়িত্বশীল সমাবেশ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে নির্বাচনী মাঠকে অবশ্যই ভীতি ও শঙ্কামুক্ত করতে হবে।
এ জন্য সরকার ও নির্বাচন কমিশনকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় জনগণের আস্থা ফিরে আসবে না।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সভাপতিত্বে ও মোহাম্মদ আবু নাছের, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা ও মাওলানা আরেফ ই জামির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মহানগরী উত্তর শাখার সভাপতি তানজির হোসেন জুয়েল, বাঁশখালী উপজেলা আমির মাওলানা মুহাম্মদ ইসমাইল এবং ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুর রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












