বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বর্তমান সময়ে সমাজে পরিবর্তন আনার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নিয়মতান্ত্রিক পন্থায় অগ্রসর হতে হবে। শুধু কথা বলে নয়, নির্বাচনী কাজে আমাদের কার্যকরভাবে সহযোগিতা করতে হবে, যাতে সমাজে সুষ্ঠু ও কার্যকর পরিবর্তন আনা যায়। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি মর্যাদা প্রদানসহ নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন করা প্রয়োজন, যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায়। তিনি গত শুক্রবার চকবাজার থানা জামায়াতে দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান। শিক্ষা বৈঠকে দারসুল কোরআন পেশ করেন পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী। প্রেস বিজ্ঞপ্তি।