নির্বাচনী প্রচারে ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে গিয়ে রেয়াপাড়ায় একটি মন্দিরে পূজা দিয়ে বের হওয়ার সময় ‘চার-পাঁচ জনের ধাক্কায়’ পড়ে গিয়ে মাথায়, কপালে ও পায়ে আঘাত পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ষড়যন্ত্র করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার।
কোলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, আজ বুধবারের (১০ মার্চ) এ ঘটনার পর মমতাকে কোলকাতায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার নন্দীগ্রামে থাকার কথা ছিল। বিডিনিউজ
সাংবাদিকদের মমতা বলেন, “যখন তিনি গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন তখন চার-পাঁচজন লোক তাকে ধাক্কা দেয়।”
নিজের পা দেখিয়ে তিনি বলেন, “দেখেছেন কতটা ফুলে গেছে?”
পরিকল্পনা করে এ ঘটনা ঘটানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবশ্যই এটা একটি ষড়যন্ত্র… ঘটনার সময় আমার চারপাশে কোনো পুলিশ ছিল না।”
এনডিটিভি জানায়, মাত্র একদিন আগেই ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালককে বদলি করে। তারপরই এ ঘটনা ঘটলো।
এ মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হবে। নির্বাচনে বড় যুদ্ধক্ষেত্রগুলোর একটি নন্দীগ্রাম।
দৈনিক আনন্দবাজার জানায়, নন্দীগ্রামে ভোটের প্রচার শেষে কোলকাতায় ফিরে মমতার দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা ছিল কিন্তু এখন প্রচারের মাঝপথে আহত অবস্থায় তাকে কোলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দলের কর্মকর্তারা জানান, তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হবে।