নির্বাচনী প্রচারের পাশাপাশি করোনায় সহায়তা অব্যাহত রাখা হবে

মোহরায় মতবিনিময় সভায় রেজাউল

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২০ at ৫:২৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে গতকাল এক মতবিনিময় সভায় মিলিত হয় নগরীর ৫ নম্বর মোহরা ওয়ার্ডের বিভিন্ন ভোট কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। এতে রেজাউল করিম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। চট্টগ্রামের উন্নয়নে তার রয়েছে বিশেষ আন্তরিকতা। মোহরা ও চান্দগাঁও অনেক আগেই সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিটা ক্ষেত্রে আওয়ামী লীগকে বিজয়ী করা উচিৎ। তিনি আরো বলেন, করোনার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে, কিন্তু আমাদের কাজ থেমে থাকেনি। নির্বাচনি কাজ ফেলে মানুষের জন্য ত্রাণ ও চিকিৎসা সেবার কাজে ব্যস্ত হয়েছি কেবল। এখন আমাদেরকে আবারো নির্বাচনমুখী কর্মকাণ্ডে মনোনিবেশ করতে হবে। যে কোন সময় নির্বাচন হলে যেন নৌকার বিজয় নিশ্চিত থাকে। আর করোনার কারণে সমস্যায় পড়া নগরবাসীর জন্য চলমান সহায়তা ও সেবমূলক কার্যক্রমও অব্যাহত রাখতে হবে। ৫ নম্বর মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হাজী আবু তাহের, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুক, এস এম আনোয়ার মির্জা, ইমতিয়াজ চৌধুরী, আহমেদুর রহমান, নাজিম উদ্দিন চৌধুরী, হাসান মুরাদ চৌধুরী, মো. ফারুখ, সোলেয়মান চৌধুরী, নজরুল ইসলাম, অলিদ চৌধুরী, এসকান্দর আলী, মো. জসিম উদ্দিন, শামসুল আলম, ইলিয়াছ ইলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবুরখীলের শতশত নারী পুরুষের মানববন্ধন
পরবর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের এগিয়ে আসতে হবে