দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, অতি শীঘ্রই নির্বাচনের তফশীল ঘোষণা করা হবে। নির্বাচনী ট্রেনের হুইসেল বেজে গেছে। ভোটযুদ্ধ শুরু হয়ে গেছে। সবাইকে ভোটের প্রস্তুতি নিয়ে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন,জনগণের সমর্থন নিয়ে আমরাই এই ভোট যুদ্ধে বিজয়ী হবো। জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। জনগণের দুঃখ–দুর্দশা লাঘব হবে। তিনি গতকাল বুধবার ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে গণসংযোগকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি কোরবানিগঞ্জ বলুয়ার দিঘির পাড় থেকে গণসংযোগ শুরু করে ঘাটফরহাদবেগ, খলিফাপাট্টি, সাবএরিয়া, সিরাজউদ্দৌলা রোড, মাছুয়া ঝর্ণা হয়ে দিদার মার্কেট এসে পথসভায় অংশ নেন। দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির আহমেদের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যু্গ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












