নির্বাচনী কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমারের ওপার থেকে গুলি

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশী নির্বাচনী কর্মকর্তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে মিয়ানমারের ওপার থেকে। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ শেষে ফিরছিলেন ওই নির্বাচনী কর্মকর্তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গতকাল বুধবার সন্ধ্যায় সেন্টমার্টিন থেকে কোস্ট গার্ডের

স্পিড বোটে ফেরার পথে টেকনাফের নাফনদী মোহনায় পৌঁছালে নির্বাচনী কর্মকর্তাদের ওপর মিয়ানমার সীমান্ত থেকে গুলিবর্ষণ করা হয়। অন্তত ২০২৫ রাউন্ড গুলিবর্ষণ করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন শেষ করে টেকনাফে ফেরার পথে মিয়ানমার থেকে আমাদের কর্মকর্তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এতে বোটে থাকা নির্বাচনী কর্মকর্তারা নিচে লুটিয়ে পড়েন। এসময় সহকারী কমিশনার ভূমি, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশের একটি টিমও ছিলো।’ সকলেই নিরাপদে সুস্থভাবে টেকনাফ পৌঁছেছেন বলে জানান মেহেদী হাসান।

কোস্ট গার্ডের স্পিড বোটে টেকনাফ নির্বাচন অফিসের ইভিএমের কারিগরি দায়িত্বে থাকা মো.নাজিম উদ্দিন বলেন, ‘মরতে মরতে প্রাণ নিয়ে ফিরেছি। সেন্ট মার্টিন থেকে নির্বাচন শেষে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের কাছকাছি নাফনদীর মোহনায় পৌঁছালে মিয়ানমার সীমান্ত থেকে আমাদের লক্ষ্য করে ব্যাপক গুলি বর্ষণ করা হয়। এতে আমরা সবাই ভয়ে নিচের দিকে বসে পরি। পরে কোস্ট গার্ডের স্পিড বোট দ্রুত গতিতে চালিয়ে আমাদের নিয়ে গন্তব্যে নিয়ে আসে। আর আমরা রক্ষা পাই। সেখানে আমাদের অনেক সিনিয়র কর্মকর্তারা ছিলেন।’

সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ শওকত মুঠোফোনে বলেন, ‘আজ (গতকাল) সেন্ট মার্টিনগামী কয়েকটি ট্রলারকেও লক্ষ্য করে মিয়ানমারের ওপার থেকে গুলি ছোড়া হয়েছে। যেখানে বেশ কয়েকজন যাত্রীও ছিল। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ’

মিয়ানমার সীমন্ত থেকে গুলি বর্ষণের বিষয়টি স্বীকার করে বিজিবি টেকনাফ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সেন্ট মার্টিনে নির্বাচন শেষে ফেরার পথে নির্বাচনী কর্মকর্তাদের বহনকারী কোস্ট গার্ডের স্পিড বোট লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণ করা হয়েছে। তবে কারা গুলি বর্ষণ করেছে, সেটি জানার চেষ্টা চলছে।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ডের সুরক্ষিত ট্রাংক থেকে মার্কশিট উধাও
পরবর্তী নিবন্ধ১ হাজার ৪৪৪ টাকার এলাচ ৪ হাজার ৪৫০ টাকায় বিক্রি!