নির্বাচনী ইশতেহারে জনদাবির অন্তর্ভুক্তি চায় মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ

সংসদ সদস্য প্রার্থীর কাছে স্মারকলিপি

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে মহেশখালী দ্বীপ রক্ষায় সুস্পষ্টভাবে নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে উল্লেখ করতে এবং নির্বাচন পরবর্তী তা বাস্তবায়নে ভূমিকা রাখতে প্রার্থীদের কে লিখিত আবেদন করেছেন সামাজিক ও উন্নয়নমুলক সংগঠন মহেশখালী জনসুরক্ষা মঞ্চ। মহেশখালীর পরিবেশগত সমস্যা দূরিকরণ, কৃষিজমি রক্ষা, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ মহেশখালীর বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ প্রত্যেকের ক্ষতিপূরণ নিশ্চিতে মহেশখালী জনসুরক্ষা মঞ্চের পক্ষ থেকে সকল প্রার্থীদের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করা হয়। আবেদনের অংশ হিসেবে মহেশখালী কুতুবদিয়া আসনের জামায়াত ইসলামীর প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদকে লিখিত আবেদন জানিয়েছেন মহেশখালী জনসুরক্ষা মঞ্চ।

গতকাল সোমবার মাতারবাড়ীতে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদের কাছে মহেশখালীর মেগা প্রকল্পের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও নির্বাচনী ইশতেহারে জনদাবি অন্তর্ভুক্তির আবেদন পত্র প্রদান করা হয়। মঞ্চের সাধারণ সম্পাদক মো. মহসিনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী জনসুরক্ষা মঞ্চের অন্যান্য সদস্যগন। মহেশখালীর মেগা প্রকল্পসহ সংশ্লিষ্ট জনদাবি, স্থানীয়দের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, কোহেলিয়া নদী ও পরিবেশ রক্ষা, কারিগরি শিক্ষা ও বিকল্প জীবিকায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূলীয় নিরাপত্তা, জেলে বা মৎস্য চাষিদের অধিকার ও তাদের সহায়তা, সমন্বিত কৃষি ও সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা, দ্বীপের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, প্রকল্পের কারনে ক্ষতিগ্রস্ত বর্গাচাষি ও শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থাকরা সহ প্যারাবন রক্ষা করে নতুন প্যারাবন সৃজিত করতে উদ্যোগ নিতে হবে। নির্বাচনী ইশতেহারে মহেশখালী মানুষের জনদাবি গুলো অন্তর্ভুক্তির আবেদন পর্যায়ক্রমে বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীদের কাছে একইভাবে পেশ করা হবে বলে জানান মহেশখালী জনসুরক্ষা মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।

এদিকে জামায়াত ইসলামী প্রার্থী হামিদুর রহমান আযাদ বলেন, মহেশখালী জনসুরক্ষা মঞ্চের দাবি গুলো মহেশখালী মানুষের আশা আকাঙ্ক্ষার।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে মহেশখালী দ্বীপ রক্ষার দাবি গুলো যথাযথ ভাবে পালন করে যাব।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির আইন বিভাগে ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধনির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতার দুর্ভোগ নিরসন করবো