নির্বাচনী আচরণ বিধি মেনে বিজয় নিশ্চিত করতে হবে

প্রচারণা সভায় হাসিনা মহিউদ্দিন

| বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেছেন, বিএনপি নির্বাচনের মাঠে নেই। তবে তারা নির্বাচনকে বানচাল করতে চায়। চট্টগ্রাম১০ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুকে শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। আমাদেরকে নির্বাচন আচরণবিধি মেনে এবং ভোটারদের স্বতর্স্ফূত উপস্থিতি নিশ্চিত করতে হবে। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। বিশেষ করে মা বোনরা যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হন সে জন্য আমাদেরকে এখন থেকেই তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার ২নং গেইটস্থ একটি কনভেনশন হলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণামূলক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, বর্তমান সংসদের মেয়াদের প্রান্তিক সময়ে এসে আপনারা নৌকা প্রতীককে বিজয়ী করতে পারলে প্রমাণ হবে আমরা আগামী দিনের সফল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। আশা করি নৌকার সমর্থক মহিলা নেতৃত্ব এই রাজনৈতিক দায়বদ্ধতাটুকু নিষ্ঠার সাথে পালন করবেন। পরিষদের সহ সভাপতি সামসুন নাহারের সভাপতিত্বে ও ফেরদৌসী ইয়াছমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শোলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদুল আলম, কাউন্সিলর নিলু নাগ, জেবুন্নেছা চৌধুরী লিজা, জেসমিন পারভিন জেসি, হাসিনা আক্তার টুনু, শারমিন ফারুক, আয়েশা আলম, নাজমা বেগম, রিয়াদ দাশ চায়না, ফরিদা বেগম, লুৎফুন ন্নেছা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবন্দর চেয়ারম্যানের সাথে উপজেলা পরিষদ এসোসিয়েশনের সাক্ষাৎ