আচরণবিধি লঙ্ঘনের দায়ে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের দুই প্রার্থীকে শোকজ করেছেন উপজেলা নির্বাচন অফিস। এর মধ্যে একজন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী বাবুল। অন্যজন বিএনপির সমর্থিত প্রার্থী সাবেক চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী। এ দুই প্রার্থীকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এ চিঠি পাঠানো হয়।
নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী বাবুল আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সভা করায় তাকে শোকজ নোটিশ দেওয়া হয়। শোকজ নোটিশের জবাব না দেওয়ায় পুনরায় দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে। অপরদিকে গোলাম মওলাকে ২৫ অক্টোবর নির্বাচনী সভা করায় প্রথম শোকজ নোটিশ দেওয়া হয়।
উপজেলা নিবার্চন অফিসার আবু মাসুদ ছিদ্দিকী বলেন, আচরণবিধি না মেনে সভা করেছেন এই জন্য তাদের শোকজ করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ৫ নম্বর ধারাসহ বেশ কয়টি ধারা-উপধারা সুস্পষ্ট লঙ্ঘন করেছেন দুই প্রার্থী।