নির্বাচনপূর্ব প্রেক্ষাপটে কোনো ধরনের অবাঞ্ছিত সহিংসতা কাম্য নয়

উত্তরজেলা ইসলামিক ফ্রন্টের কাউন্সিলে বক্তারা

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচনই দেশের জনগণের নিকট অধিকতর প্রত্যাশিত। তাই নির্বাচনপূর্ব প্রেক্ষাপটে কোনো ধরনের অবাঞ্ছিত সহিংসতা জনগণের নিকট কাম্য নয়।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলার উদ্যোগে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত কাউন্সিলে উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়বীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান এডভোকেট এম আবু নাসের তালুকদার। প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।

নির্বাচন কমিশনার ও প্রধান বক্তা ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক-এইচ এম মুজিবুল হক শাকুর। প্রতিবেদন পাঠ করেন-কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক মুফতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম নেজামী।

কাউন্সিল অধিবেশন প্রস্তুতি কমিটির সচিব মাওলানা মোজাম্মেল হোসাইন আল কাদেরী ও অর্থ সচিব মাওলানা কাজী শফিউল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সৈয়দ হাফেজ আহমদ, মাওলানা সৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, লোকমান হাকিম মেম্বার, মুহাম্মদ সাইফুল আলম সাগর, এম. ওয়াহেদ মুরাদ, এস. এম সৈয়দ হাসান মাসুদ মেম্বার, হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দীন, মো. শহীদুল্লাহ, আবু রায়হান, মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ তৌহিদ মুন্সি, কাজি আহসানুল আলম, আহমেদ রেজা, জামাল উদ্দিন, মুহাম্মদ ফরিদুল হক ও মাওলানা আলী আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম
পরবর্তী নিবন্ধপরলোকে সুবিমল চন্দ্র দাশ