নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় বক্তারা

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ ব্যাপক কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচি সফল করতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দোস্ত বিল্ডিংস্থ দক্ষিণ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা সফলভাবে সকল কর্মসূচি পালন করেছি এবং আগামীতেও সকল কর্মসূচি ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করবো। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ছদ্মবেশি গুপ্তদল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। দলীয় টিকিট পেলেই এমপি হওয়া যাবে না। আওয়ামী লীগের মতো এ চিন্তাভাবনা নিয়ে যারা বসে আছেন তারা ভুল করছেন। তিনি বলেন, মনে রাখতে হবে আগামীর নির্বাচন হবে অনেক কঠিন। এজন্য কঠোর পরিশ্রম করতে হবে।

এতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশে জামায়াতশিবির ইসলামের হেফাজতকারী দল নয়। তারা ইসলামী আন্দোলনের অনুসারী হতে পারে না। জামায়াতের কার্যক্রম ছদ্মবেশি। তিনি বলেন, এই দলকে গুপ্ত রাজনীতি করার জন্য সুযোগ করে দিয়েছেন ফ্যাসিবাদী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর পরেই চট্টগ্রাম দক্ষিণের সকল ইউনিটের কমিটি ঘোষণা করা হবে। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল, নির্যাতিত নিপীড়িত হয়েছে তারাই নেতৃত্বে আসবে বলে জানান তিনি। এছাড়া যারা আওয়ামীলীগের সাথে সখ্যতা, ব্যবসা বাণিজ্য করেছে এবং আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে দলের নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করেছে সে সব চিহ্নিত ব্যক্তিদেরকে কমিটির সকল পদ পদবী থেকে দূরে রাখার কথা জানান তিনি। এসময় তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, রেজাউল করিম নেচার, সদস্য বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, কামরুল ইসলাম হোসাইনী, আমিনুর রহমান চৌধুরী, মাস্টার রফিক আহমদ, লোকমান মাস্টার, সরোয়ার হোসেন মাসুদ, হাজী রফিকুল আলম, হাজী ওসমান, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, জেলা কৃষক দলের আহবায়ক মহসিন চৌধুরী রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, জাগির আহমদ, মোজাম্মেল হক বেলাল, সালাউদ্দীন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, দিল মোহাম্মদ মনজু, মেহেদী হাসান সুজন, মো. ইব্রাহীম, এম মনছুর উদ্দিন, ইখতিয়ার হোসেন ইফতু, ছালেহ জহুর, শাহাদাত হোসেন সুমন, দেলোয়া আজিম দেলোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুন, জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন মানিক, কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমদ, জেলা বিএনপি নেতা আবদুল জলিল চৌধুরী, জসিম মাস্টার প্রমুখ । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে ফটিকছড়িতে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচির প্রস্তুতি
পরবর্তী নিবন্ধফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে গেছে