নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে

জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অধিবেশনে বক্তারা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বুদ্ধিবৃত্তিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনমতকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক। দেশের স্বার্থে এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। অন্যথায় এর ফলাফল জাতির জন্য বিপর্যয়কর হতে পারে। ইসলামী দলের নেতৃত্বে থেকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠার পক্ষে ননতাদের বিষয়ে আমরা আগেই জাতিকে বারবার সতর্ক করেছি। যারা এতদিন ‘ইসলামের এক বাক্সের কথা’ বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তাদের প্রকৃত চরিত্র আজ জাতির সামনে পরিষ্কার হয়ে উঠছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জাফর আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মুহাম্মদ এমরান সিকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, দলের সহ সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ড. শুয়াইব আহমদ, কুয়েত জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা এমদাদুল্লাহ বেলালী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস নদভী, মুফতি জাকারিয়া নোমান ফয়জী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মুতাহের হোসাইন, মুফতি শামসুল ইসলাম জিলানী, মুফতি ইয়াকুব আলী ফারুকী, হাফেজ মাওলানা জাফর আহমদ বিন মুফতি আহমদুল হক, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ইকবাল আজিমপুরী, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, আবু সাঈদ মেম্বার, মেখল ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জি এম সাইফুল ইসলাম, মেখল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদুল ইসলাম ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। অধিবেশনে মাওলানা ইয়াসিনকে সভাপতি ও হাফেজ তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগান কবিতা কথামালায় শহীদজায়া বেগম মুশতারী শফীকে স্মরণ
পরবর্তী নিবন্ধচবি কেন্দ্রে রাবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন