নির্বাচনকালীন রেড ক্রিসেন্টে চিকিৎসাসেবা প্রদান শুরু

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১২:২০ অপরাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তত্ত্বাবধানে আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট কমিটির সহযোগিতায় রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের বাস্তবায়নে কর্মসূচির আওতায় চসিক নির্বাচনকে কেন্দ্র করে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আহত বা অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য গতকাল শুক্রবার থেকে আগামী ৭ দিনব্যাপী নগরজুড়ে রেড ক্রিসেন্টের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম চালু হয়েছে। কার্যক্রমটির আওতায় দুইটি মাইক্রোবাস এবং একটি অ্যাম্বুলেন্সে করে রেড ক্রিসেন্টের ১০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ২ টি টিমের মাধ্যমে নগরজুড়ে এ জরুরি চিকিৎসা সেবা প্রদান করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার। আরো উপস্থিত ছিলেন, সাফকাত জাহান, মো. ইসমাইল হক চৌধুরী, জনি চৌধুরী, কৃষ্ণ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঐক্যবদ্ধ হয়ে রেজাউলকে বিজয়ী করার আহ্বান
পরবর্তী নিবন্ধআহমদিয়া-রহমানিয়া জামে মসজিদ ও মিনার নির্মাণ কাজ উদ্বোধন