এশিয়া কাপ ক্রিকেট এক রকম দরজায় কড়া নাড়ছে। কিন্তু এখনো দলের অধিনায়ক এবং দল কোনটি ঘোষণা করা হয়নি। অথচ সবকিছু এতদিনে চুড়ান্ত হয়ে যাওয়ার কথা। যদিও ক্রিকেটারদের কেউ কেউ নিজের উদ্যোগে শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন। তবে পুরো দল এক সাথে কবে যে অনুশীলনে নামবে সেটা এখনো নিশ্চিত হয়নি তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টদের কেউ। যদিও বলা হচ্ছে ক্রিকেটার বাছাইয়ের কাজ ভিতরে ভিতরে মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের আনুষ্ঠানিক অনুমোদন বাকি। সব মিলে অবস্থাদৃষ্টে এটা পরিষ্কার যে, দল ও অধিনায়কের নাম জানতে আরও এক–দুইদিন লেগে যেতে পারে। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার নির্বাচকদের সাথে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে টিম নিয়ে বৈঠক করেছেন। সকালে শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে উপস্থিত থাকা হাথুরুসিংহে বেলা ১২টার দিকেই মাঠ থেকে ভিতরে গিয়ে তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় ঘণ্টা খানেক তারা কথা বলেন। ধারনা করা হচ্ছে হেড কোচের সাথে নির্বাচকদের দল নিয়ে যা যা কথা ছিল তা হয়ে গেছে। তবে অধিনায়ক যেহেতু এখনো চূড়ান্ত হয়নি, তাই সম্ভাব্য সেই অধিনায়কের সঙ্গে নির্বাচক ও কোচের আনুষ্ঠানিক কথাবার্তা বাকি এখনো। সেটা কবে হবে তা জানাতে পারেননি কেউ। দল চূড়ান্ত হওয়ার আগে অবশ্যই অধিনায়কের মতামত নেয়া হবে এবং তার পছন্দ, অপছন্দ জানা হবে। এরপর দল চূড়ান্ত করে বিসিবি সভাপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। সবকিছু মিলিয়ে আগামী শনিবার এসিসির বেধে দেওয়া সময়ের শেষ দিনে হয়তো ঘোষণা করা হবে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল।











