সাধারণত আমরা সবাই নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আমাদের চারপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। আমরা যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলে শুধু পরিবেশেরই ক্ষতি করছি না সার্বিক ভাবে ক্ষতি করছি নিজেদেরই। কেননা আমাদের সুস্থভাবে বেঁচে থাকার পথে প্রধান বাধা এই ময়লা- আবর্জনা। এই ময়লা-আবর্জনার ব্যবস্থাপনা যে কত বড় একটি শিল্প হতে পারে সেটাই ভাবার প্রধান বিষয়। প্রতিনিয়ত টেলিভিশন চ্যানেল এবং পত্র-পত্রিকায় এই ময়লা-আবর্জনা ফেলার কুফল সম্পর্কে বলা হলেও আমাদের সচেতনতা কোথায়? আমরা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলেই চলেছি। পরবর্তীতে এই ময়লা-আবর্জনা বৃষ্টির পানির সাথে নদী-নালা এবং সমুদ্রে গিয়ে জমা হচ্ছে এবং এটি পয়ঃনিষ্কাশন এবং জীববৈচিত্র্যের জন্য চরম হুমকিস্বরূপ বলে বিবেচিত হচ্ছে। এছাড়া এই বর্জ্য থেকে বিভিন্ন রোগ যেমন পেটের পীড়া, ডায়রিয়া, হেপাইটিস, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, গ্যাস্টিক, আলসার এমনকি কিডনি ও নষ্ট হতে পারে। তাই আমাদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট এবং নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তোলার আহবান জানাচ্ছি।
জয়দেব ভট্টাচার্য্য
দক্ষিণ কাট্টলী, পাহাড়তলী, চট্টগ্রাম।