নির্ধারিত সময়ে কাজ শেষ না করলে কার্যাদেশ বাতিল

তালিকাভুক্ত ঠিকাদার সম্পর্কে চসিক প্রশাসক

আজাদী ডেস্ক | বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:১১ পূর্বাহ্ণ

কার্যাদেশ পাওয়ার পরও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত যে সকল ঠিকাদার নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করবে না, তাদের কার্যাদেশ বাতিল করার নির্দেশ দিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। এ ব্যাপারে প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়ে তিনি বলেন, প্রথমে তাদের তিনবার তাগিদ দেবেন। এতে কাজ না হলে তাদের কার্যাদেশ বাতিল করে দেবেন।
গতকাল মঙ্গলবার সকালে চসিকের পুরনো নগর ভবনের প্রশাসক দপ্তরে কর্পোরেশনের প্রকৌশলীদের নিয়ে বৈঠকে তিনি এ কথা বলেন। এতে চলমান প্রকল্প কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সুজন বলেন, আপনারা চলমান প্রকল্পের স্থান নিয়মিত পরিদর্শন করবেন এবং কাজের গুণগতমান ঠিক আছে কিনা দেখবেন। জাইকার অর্থায়নে যে সকল কাজ সম্পন্ন হয়েছে, সে সব কাজের বিল দাখিল করার পূর্বে গুণগতমান ঠিক আছে কিনা তা আমি নিজে সরেজমিন পরিদর্শন করে দেখব। আগামীতে লটারির মাধ্যমে সুষ্ঠুভাবে কাজ বণ্টন করার ওপর জোর দিয়ে তিনি বলেন, একজন ঠিকাদার যাতে একাধিক কাজ না পায় তা নিশ্চিত করতে এর বিকল্প নেই।
সম্প্রতি নগরীর শেরশাহ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি উচ্ছেদকৃত জঞ্জালগুলো দ্রুত সরিয়ে নিতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন। তিনি বলেন, আমি যতদিন আছি আপনারা একটু আমাকে সহায়তা করুন। আমি কাজ চাই, জনগণকে প্রবোধ দিতে চাই না। আমার একটি সামাজিক দায়িত্ব রয়েছে। দায়িত্ববোধের তাগিদে আমি আপনাদের কাজের খোঁজ নিই বারবার।
বৈঠকে প্রশাসক সেবক কলোনীর কাজের অগ্রগতি, স্ট্যান্ড রোডে ওয়াসার সংযোগ লাইনের লিকেজ মেরামত এবং নালার কাজের অগ্রগতির খোঁজ-খবর নেন। এ সময় তিনি চসিক প্রকৌশলীদের চট্টগ্রাম বন্দর, ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কাজ এগিয়ে নিতে পরামর্শ দেন।
এতে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, আবু ছালেহ, মনিরুল হুদা, ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৯৬ জন শনাক্ত
পরবর্তী নিবন্ধবন্দর সিডিএ ওয়াসার সঙ্গে সমন্বয়ে ৩ ওয়ার্কিং কমিটি