নির্ধারিত সময় অনুযায়ী বাস ছাড়তে বলায় পর্যটককে মারধর

জরিমানা, চালকের লাইসেন্স জব্দ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৮:২১ পূর্বাহ্ণ

কক্সবাজারে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস ছাড়তে বলায় এক পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে গ্রিন লাইন পরিবহনের চালক ও কর্মচারীর বিরুদ্ধে। পরে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে চালকের ড্রাইভিং লাইসেন্স জব্দ ও গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুদ রানা। ড্রাইভিং লাইসেন্স জব্দ করা চালক হচ্ছেন বাবুল খন্দকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ জানান, ঢাকা থেকে পর্যটক আহসান হাবীব পরিবার নিয়ে কক্সবাজারে ঘুরতে আসেন। মঙ্গলবার রাতে তিনি গ্রিন লাইন পরিবহনে ঢাকায় ফিরছিলেন। সময়সূচি অনুযায়ী গাড়ি ছাড়তে বলায় ভুক্তভোগী পর্যটককে অশ্লীল ভাষায় গালাগাল করেন চালক। একপর্যায়ে চালকের ইন্ধনে পরিবহনের দুই কর্মচারী পর্যটকের গায়ে হাত তোলেন। পরে তারা দুর্ব্যবহার করার বিষয়টি আমাদের জানালে আমরা তাৎক্ষণিক একটি টিম নিয়ে অভিযান চালিয়ে চালকের ড্রাইভিং লাইসেন্স জব্দ করি। একইসঙ্গে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাইকেলে চড়ে ৬৪ জেলা ভ্রমণ চবির দুই শিক্ষার্থীর
পরবর্তী নিবন্ধআনোয়ারা সরকারি কলেজে বসন্ত উৎসব