লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় নির্ধারিত গতির চেয়ে দ্বিগুণ বেশি বেগে যাত্রীবাহী ট্রেন চলাচলের অভিযোগ করেছেন স্থানীয়রা। যার ফলে পুনরায় ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণী হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অনতিবিলম্বে অভয়ারণ্য এলাকায় বন্যপ্রাণী সুরক্ষায় ট্রেনের গতি কমানোর দাবি জানানো হয়েছে।
জানা যায়, এই রুটে পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস, ঈদ স্পেশাল নামে ৩টি যাত্রীবাহী ট্রেন নিয়মিত যাওয়া–আসা করে। গত ১৩ অক্টোবর রাতে দোহাজারী–কক্সবাজার রেললাইনে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের এলিফ্যান্ট ওভারপাস এলাকায় ঢাকাগামী কক্সবাজার স্পেশাল ট্রেনের ধাক্কায় গুরতর আহত হয় আনুমানিক ১০ বছর বয়সী একটি হাতি। ১৫ অক্টোবর ভোরে রেলওয়ের একটি রিলিফ ট্রেন আহত বন্যহাতিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে নিয়ে যায়। একইদিন বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয়। এই ঘটনায় গত ২৪ অক্টোবর কঙবাজার স্পেশাল ট্রেনের লোকোমাস্টার জামাল উদ্দিনকে সামায়িক বরখাস্ত করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধে এই ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া অভয়ারণ্য এলাকায় বন্যপ্রাণীর সুরক্ষায় ট্রেনের গতি ২০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
স্থানীয়রা জানান, নির্দেশনা দেয়ার পর কয়েকদিন চুনতি অভয়ারণ্য এলাকায় বন্যপ্রাণীর সুরক্ষায় নির্ধারিত গতিতে ট্রেন চলাচল করেছে। কিন্তু এরপর পুনরায় আগের গতিতে যাত্রীবাহী সব ট্রেন চলাচল করছে। এভাবে গতিতে চললে পুনরায় ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণী হতাহতের ঘটনা ঘটতে পারে। আর কোনো বন্যপ্রাণী যাতে ট্রেনের ধাক্কায় হতাহত না হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন স্থানীয়রা।
স্থানীয় পরিবেশ কর্মী সানজিদা রহমান জানান, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় আর কোনো বন্যপ্রাণী হতাহত হোক সেটা আমরা চাই না। অভয়ারণ্য এলাকায় ট্রেন নির্ধারিত গতিতে চলাচল করুক। তবে নির্দেশনা দেয়ার পর কয়েকদিন মানলেও চালকরা নির্ধারিত গতির চেয়ে দ্বিগুণ কিংবা আরো বেশি গতিতে যাত্রীবাহী ট্রেন চালাচ্ছে। যা কোনভাবে কাম্য নয়। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় নির্ধারিত গতির চেয়ে বেশি বেগে ট্রেন চলাচলের কথা না। তবে পুরো অভয়ারণ্য এলাকায় ট্রেন ঘণ্টায় ২০ কিলোমিটারের বেশি গতিতে চলবে না। অভয়ারণ্যের যে স্থানে বন্যপ্রাণী চলাচল করে সেখানে ট্রেনের গতি কম থাকবে। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখব।