নির্দিষ্ট ব্যক্তি নয় বাংলাদেশের মানুষের পাশে ভারত : দোরাইস্বামী

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৬ পূর্বাহ্ণ

নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নয়, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, আমরা সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। ঢাকায় দায়িত্ব পালনের শেষদিন শনিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।
আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন, উল্লেখ করে দোরাইস্বামী বলেন, আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই, তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই। বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো মনের উল্লেখ করে বিদায়ী এই হাই কমিশনার বলেন, এ জন্যই আমি এতদিন এই দেশে ভালোভাবে দায়িত্ব পালন করেছি।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পূর্ববর্তী নিবন্ধডিসির বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে লিগ্যাল নোটিশ
পরবর্তী নিবন্ধহাসপাতালে মায়ের লাশ, শোক চেপে পরীক্ষায় বসলো মেয়ে