সিপিবি কেন্দ্রঘোষিত দাবি সপ্তাহ পালন উপলক্ষে পাঁচলাইশ থানা কমিটির সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ও প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে উন্নয়নের বুলি অবান্তর। তাঁরা বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে অস্থিরতা তৈরি হলেই বড় দুই দল সাম্রাজ্যবাদী হস্তক্ষেপকে মধ্যস্থতায় আনতে চায়।
নিজেদের ঝগড়ায় বিদেশি রেফারি খুঁজে আনতে গিয়ে দেশের সর্বনাশ ডেকে আনে। এরপর ক্ষমতায় গিয়ে বিদেশিদের অর্থলগ্নী থেকে তাদের কাছে প্রাকৃতিক সম্পদ ইজারা দিয়ে সার্বভৌমত্ব বিক্রি করে দেয়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।
কমরেড খোদেজা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কমরেড মৃণাল চৌধুরী ও জেলা সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর। আরো বক্তব্য রাখেন থানা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাহাতউল্লাহ জাহিদ, কমরেড মোহাম্মদ মহসিন, কমরেড বাদল কান্তি নাথ, আলাউদ্দিন বাবলু। প্রেস বিজ্ঞপ্তি।