নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দক্ষিণ সড়ক বিভাগের হেলমেট বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উদ্যোগে চট্টগ্রামকক্সবাজার জাতীয় মহাসড়কে চলাচলরত হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহায়তায় গতকাল সোমবার এ কর্মসূচি পালিত হয়। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবনের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় দফায় ১০০টি হেলমেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সড়ক উপবিভাগ, দোহাজারীর উপবিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান পারভেজ, বিআরটিএ জেলা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উথোয়াইনু চৌধুরী, সওজের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ, কার্যসহকারী মো. আবদুন নুর, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা হারুনুর রশীদ, মোটরযান পরিদর্শক মো. মুমিন খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদিলরুবা খানমের এটিএন বাংলা অপরাজিতা অ্যাওয়ার্ড লাভ
পরবর্তী নিবন্ধফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট