‘নিরাপদ সড়ক’ বিষয়টি বর্তমানে আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে, চাইলেও আমরা তা অস্বীকার করতে পারি না। প্রতিদিন খবরের কাগজ খুললেই সবার আগে যে বিষয়টি আমাদের চোখে পড়ে, তা হলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ।
এই দুর্ঘটনার কবল থেকে আমাদের দেশকে রক্ষা করতে হলে অবিলম্বে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কারণ একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিরাপদ সড়ক পাওয়া আমাদের মৌলিক অধিকার ও চাহিদা। এ জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালকের মাধ্যমে যানবাহন পরিচালনা নিশ্চিত করা, যাতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।
আইনের কঠোর প্রয়োগ এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করা। সর্বোপরি, দেশের সকল নাগরিকের সম্মিলিত সচেতনতা ও প্রচেষ্টার মাধ্যমেই নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব। প্রকৃতপক্ষে, আমরা এমন একটি সড়ক ব্যবস্থা চাই যেখানে দেশের প্রতিটি নাগরিক প্রাণভয় নিয়ে নয়, বরং নিশ্চিন্ত ও মুক্ত মনে চলাচল করতে পারবে।
অন্তি বড়ুয়া
শিক্ষার্থী,
বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ।










