নিরাপদ যাতায়াতে যাত্রী, প্রশাসন ও পরিবহন মালিকদের সমন্বিত উদ্যোগ চাই

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

গণপরিবহন আমাদের প্রতিদিনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী প্রতিদিন লাখো মানুষ এই বাহনে চলাফেরা করেন। তবে সম্প্রতি গণপরিবহন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং এক অদৃশ্য আতঙ্কের উৎস হয়ে দাঁড়িয়েছে। সেটি হলো যাত্রীদের পকেটমার কিংবা ছোটখাটো চুরির ঘটনা, যা ক্রমেই সাধারণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। গাড়িতে যাত্রী ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ তোলা হয়। বাসের ভিতরে তিল ধারণের ঠাঁই না থাকলেও সহকারী বারবার বলেন, ওঠেন, জায়গা আছে। এই ভিড়ের মধ্যেই একটি চক্র সক্রিয় থাকে। তারা কৌশলে যাত্রীদের ব্যাগ, মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। অনেক সময় এসব চুরির শিকার ব্যক্তিরা টেরও পান না, কখন কীভাবে জিনিস খোয়া গেল। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ একদিকে শারীরিকভাবে কষ্ট পাচ্ছেন, অন্যদিকে মানসিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনশৃঙ্খলা বাহিনীর টহল বা নজরদারি থাকলেও তা পর্যাপ্ত নয়। চুরি প্রতিরোধে শুধু পুলিশের দায়িত্ব নয়, পরিবহন কর্তৃপক্ষেরও সচেতনতা ও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নিরাপদ যাতায়াতের জন্য যাত্রী, প্রশাসন ও পরিবহন মালিকপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি। না হলে প্রতিদিনের এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

তানভীর আহমদ রাহী

শিক্ষার্থী

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ , চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধমওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী : মুসলিম জাতীয়তাবাদের বৈচিত্র্যময় ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধপ্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলা