সীতাকুণ্ড পৌরসদর এলাকায় অভিযান চালিয়ে একটি বেকারি ও দুই বিরিয়ানি হাউজকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার এ অভিযান পরিচালনার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
তিনি জানান, সীতাকুণ্ডে নিরাপদ বেকারি ও সীতাকুণ্ড বিরিয়ানি হাউজে অভিযান চালানো হয়েছে। বেকারিতে অপরিষ্কার–নোংরা পরিবেশ ও বিরিয়ানি হাউজে পচা–বাসি মাংস সংরক্ষণ, টয়লেটের পাশে মাংস কাটা এবং ফ্রিজে অনেক দিনে পূর্বের মাংস সংরক্ষণের চিত্র দেখা যায়। যার কারণে তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেকারি দোকান ও বিরানি হাউজকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়।












